ছাত্র-জনতার আন্দোলনে হামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ২৩:৪০ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ০৯:৩২
২৭ নভেম্বর ২০২৪ ২৩:৪০ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ০৯:৩২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) রাতে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর মেয়র গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল বশর (৪০) নগরীর শুলকবহর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিশ্বস্ত সহযোগী বলে পুলিশ জানিয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে জানান, বশরের বিরুদ্ধে গত আগস্টে নগরীর পাঁচলাইশ ও কোতোয়ালিতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তিনটি মামলা আছে। মোট ছয়টি মামলার আসামি এ যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সরকারি জমি দখলের অভিযোগও রয়েছে।
সারাবাংলা/আরডি/পিটিএম