কিংস অ্যারেনায় কেন আর খেলতে চায় না মোহামেডান?
২৭ নভেম্বর ২০২৪ ২৩:০৭ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ২৩:০৯
গত ২২ নভেম্বর ‘বাংলাদেশ ২.০ : চ্যালেঞ্জ কাপ’ দিয়ে পর্দা উঠে ঘরোয়া ফুটবলের এবারের মৌসুমের। গত মৌসুমের ট্রেবলজয়ী বসুন্ধরা কিংসের ঘরের মাঠ ‘কিংস অ্যারেনা’-তে তাদের মুখোমুখি হয়েছিল গত মৌসুমের ফেডারেশন কাপের রানার্স আপ মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানের ৩-১ ব্যবধানে হারা সেই ম্যাচের ৬২ মিনিটে গ্যালারি থেকে মাঠে উড়ে আসে স্মোক ফ্লেয়ার। বন্ধ থাকে দশ মিনিটের খেলা। ম্যাচের পর মোহামেডান কোচ আলফাজ আহমেদ অভিযোগ করেন, সেই ঘটনার পরই খেই হারিয়েছেন তারা।
সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আজ (২৭ নভেম্বর, বুধবার) আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মোহামেডান জানিয়েছে কিংস অ্যারেনায় আর কোনো ম্যাচ খেলতে চায় না তারা। ক্লাবটির প্রশাসনিক পরিচালক কাজী ফিরোজ রশিদ স্বাক্ষরিত এক চিঠি পাঠানো হয়েছে বাফুফে সাধারণ সম্পাদক বরাবর।
মাঠে ফ্লেয়ার স্মোক ছোড়ার ঘটনা চিঠিতে বিস্তারিত উল্লেখ করে বাফুফেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মতিঝিল পাড়ার ক্লাবটি। তাদের দাবি, বসুন্ধরা কিংসের ৫০/৬০ জনের একটি দল মোহামেডানের গোলরক্ষককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং ভুভুজেলা বাঁশির মাধ্যমে বিরক্ত করতে থাকে। পরবর্তীতে ৬২ মিনিটের সময় বসুন্ধরার সমর্থক গোষ্ঠী মোহামেডানের ফুটবলারদের উদ্দেশ্যে স্মোক ফ্লেয়ার ছুঁড়ে মারার অভিযোগও জানিয়েছে ক্লাবটি। এতে বিদেশি রেফারি প্রায় ২০ মিনিট খেলা বন্ধ রাখতে বাধ্য হন।
বাফুফে বরাবর পাঠানো চিঠিতে মোহামেডান অভিযোগ করেছে উদ্দেশ্যে প্রনোদিত হয়েই এসব ঘটনার সৃষ্টি করেন বসুন্ধরা কিংসের সমর্থকেরা, ‘মাঠে উপস্থিত দর্শক-কর্মকতা এবং খেলোয়াড়রা আতংকিত হয়ে পড়ে। পরবর্তীতে জানা যায় অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং উদ্দেশ্য প্রনোদিত হয়ে বসুন্ধরা কিংসের উগ্র সমর্থক গোষ্ঠী উক্ত ঘটনার সৃষ্টি করে। বিভিন্ন টিভি মিডিয়ার ভিডিও সাক্ষাতকারের মাধ্যমে তারা স্বীকার করে যে খেলায় পিছিয়ে থাকার কারনে তারা সুপরিকল্পিতভাবে নির্দেশিত হয়ে উক্ত ঘটনার সৃষ্টি করেছিল।’
এই ঘটনায় কোনো পদক্ষেপ না নিলে ফিফার কাছেও নালিশ জানানোর হুমকিও বাফুফেকে দিয়ে রেখেছে মোহামেডান, ‘ফিফা নিয়ম অনুযায়ী কোন ম্যাচে এই ধরনের কোন ঘটনার সৃষ্টি হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষনা করে খেলার রেজাল্ট বিপক্ষ দলের অনুকূলে দেয়া হয়, বিশ্বে এই ধরনের অনেক নজির রয়েছে।। ফুটবল খেলার বৃহত্তর স্বার্থে ক্লাব কর্তৃপক্ষ খেলা চালিয়ে যেতে বাধ্য হয়েছে। উক্ত ঘটনায় বাফুফে কোন পদক্ষেপ গ্রহন না করলে ক্লাব কর্তৃপক্ষ ফিফাকে অবহিত করতে বাধ্য হবে।’
মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ আরো লিখেছে, ‘নিরাপত্তাহীনতার কারনে ভবিষ্যতে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বসুন্ধরা কিংস এর মাঠে কোন ম্যাচে অংশগ্রহন করবে না।
সারাবাংলা/জেটি