চুয়েটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে
স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ২১:০৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ২১:০৭
২৭ নভেম্বর ২০২৪ ২১:০৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ২১:০৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ শে নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১৫৫তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তক্রমে ভর্তি কমিটি গঠন করা হয়। এদিন বিকেলে সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে স্নাতক ভর্তি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিন্ডিকেট সভার সিদ্ধান্তে জানা যায়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ২৪ অথবা ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সম্পর্কে যাবতীয় তথ্যাদি দ্রুততম সময়ে প্রকাশ করা হবে।
সারাবাংলা/আইসি/এইচআই