Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন মামলায় সাবেক মন্ত্রী-এমপিসহ ১৮ জনকে গ্রেফতার দেখানো হলো

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ২২:১৫

ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় পৃথক পৃথক মামলায় সাবেক মন্ত্রী-এমপিসহ ১৮ জনকে নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এ আদেশ দেন।

এর আগে, এদিন সকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানির সময় তাদের এজলাসে তোলা হয়।

আসামিদের মধ্যে আমির হোসেন আমু, সালমান এফ রহমান, আ স ম ফিরোজ, দীপু মনি, শাহরিয়ার কবির, এনএসআই-এর সাবেক পরিচালক মনিরুল ইসলাম ও লালবাগ জোনের ডিবি পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানকে যাত্রাবাড়ী থানার এক মামলায়, আনিসুল হককে যাত্রাবাড়ী থানার তিন মামলায়, কামরুল ইসলামকে লালবাগ থানার এক মামলায়, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে যাত্রাবাড়ী থানার চার মামলায়, বংশাল থানার এক মামলায় হাজি সেলিমকে, সাদেক খানকে আদাবর থানার এক মামলায়, এবিএম ফজলে করিমকে কোতয়ালী থানার এক মামলায়, জুনায়েদ আহমেদ পলককে যাত্রাবাড়ী থানার দুই ও শাহবাগ থানার এক মামলায়, সোলাইমান সেলিমকে যাত্রাবাড়ী, চকবাজার ও বংশাল থানার এক মামলা করে তিন মামলায়, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার পাঁচ, বংশাল থানার দুই ও কোতয়ালী থানার এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এ ছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

একই আদালত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে জান্নাতুল ফেরদৌস হত্যা মামলায় সাবেক আনিসুল হকের তিনদিন, লালবাগের আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় কামরুল ইসলামের তিনদিন, সোলাইমান সেলিমের চারদিন, চকবাজারের চানখারপুল এলাকায় রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার মামলায় সোলাইমান সেলিমের আরও তিনদিন এবং যাত্রাবাড়ীতে সাইদুর রহমান ইমরান হত্যা মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এইচআই

এমপি বৈষম্য বিরোধী আন্দোলন মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর