৬১ কোটি টাকায় ইংল্যান্ড থেকে আসছে পাসপোর্ট বুকলেট ও লেমিনেশন ফয়েল
২৭ নভেম্বর ২০২৪ ১৯:৩৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ২২:০৮
ঢাকা : চলতি অর্থবছরে (২০২৪–২৫) ইংল্যান্ড থেকে ১৫ লাখ পাসপোর্ট বুকলেট এবং ১৫ লাখ লেমিনেশন ফয়েল আনবে অন্তর্বর্তী সরকার। এসব সামগ্রী আনতে সরকারের ব্যয় হবে ৬১ কোটি ২০ লাখ টাকা।
বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক নির্ধারিত প্রস্তাবের বাইরে সুরক্ষা সেবা বিভাগ থেকে ১৫ লাখ পাসপোর্ট বুকলেট ও ১৫ লাখ লেমিনেশন ফয়েল ক্রয়ের প্রস্তাব দেওয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি আলোচনা করে অনুমোদন দিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডের এইচআইডি সিআইডি লিমিটেড থেকে ৬১ কোটি ২০ লাখ টাকা দিয়ে ১৫ লাখ পাসপোর্ট বুকলেট ও ১৫ লাখ লেমিনেশন ফয়েল কেনা হবে।
এছাড়া সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) ৮ম শ্রেণি, দাখিল ৮ম শ্রেণি ও কারিগরি ৮ম শ্রেণির বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। ১০২টি লটে ৭৬টি প্রতিষ্ঠান থেকে ৫ কোটি ২০ লাখ ৫৪ হাজার ২৭৬ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ করা হবে। এতে ব্যয় হবে ২৬৯ কোটি ৬৯ লাখ ১৯ হাজার ৫৬৭ টাকা।
সারাবাংলা/জিএস/আরএস