Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসকন নিষিদ্ধের দাবি
আলিফ হত্যার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ

সারাবাংলা ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪ ১৮:৪৭ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ২১:৪২

ঢাকা: চট্টগ্রামে আদালত চত্বরের বাইরের সড়কে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-সমাবেশ, মানববন্ধন ও গায়েবানা জানাজা হয়েছে। ওইসব সমাবেশ থেকে ইসকনকে নিষিদ্ধের দাবি উঠে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে খুনিদের গ্রেফতার ও বিচার চেয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসময় আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সারাবাংলা করেসপন্ডেন্টদের পাঠানো ডেস্ক রিপোর্ট-

বিজ্ঞাপন

যশোরে সমাবেশ

যশোর: যশোরে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির ব্যানারে বিক্ষোভ সমাবেশ করা হয়। এসময় বক্তব্য দেন যশোর বারের সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক, বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট গফফুর ও রোকোনুজ্জামান।

সমাবেশে ইসকন সন্ত্রাসী ও জঙ্গী সংগঠন আখ্যা দিয়ে বক্তারা বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। খুনিদের গ্রেফতার ও ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানায় তারা।

চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ: আলিফ হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে ‘সাধারণ আইনজীবীবৃন্দের ব্যানারে’ এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার দুই শতাধিক আইনজীবী অংশ নেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট সোলাইমান বিশু, অ্যাডভোকেট আরিফুর রহমান দোলন। এসময় বক্তারা সাইফুল ইসলাম আলিফকে ইসকনের কর্মীরা হত্যা করেছে দাবি করে তাদের নিষেদ্ধের দাবি জানান।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে গায়েবানা জানাজা

ঠাকুরগাঁ: চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গায়েবানা জানাজা হয়। পরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইবিতে ছাত্রশিবিরের মিছিল

ইবি: আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জমিয়তে তলাবায়ে আরাবিয়া, ইসলামী ছাত্র-আন্দোলনের নেতাকর্মীরাসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যায়। পরে স্থানীয় শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এসময় শিক্ষার্থীরা ইসকন নিষিদ্ধের দাবি জানায়।

বিক্ষোভে শিক্ষার্থীদেরকে ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘তুমি কে আমি কে, সাইফুল সাইফুল’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, হত্যাকারীদের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট ও শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা।

রাবিতে প্রতিবাদ সমাবেশ

রাবি: সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ক্রিয়াশীল সংগঠন। বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এই সমাবেশ করেন তারা।

এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্রিয়াশীল সংগঠনগুলো। এরপর মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এসে শেষ হয়।

প্রতিবাদ মিছিলে তাঁরা ‘ধর্মীয় ফ্যাসিবাদ, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘সাম্প্রদায়িক বিভাজন, রুখে দাও জনগণ’, ‘সাম্রাজ্যবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘সাম্প্রদায়িক সহিংসতা, এই রাষ্ট্রের ব্যর্থতা’, ‘ধর্মীয় ফ্যাসিবাদ, ধ্বংস হোক নিপাত যাক’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক জান্নাতুল নাঈম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার আলিফ।

প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য সজিব আলী। এসময় আরও বক্তব্য দেন ছাত্র যুব আন্দোলনের সভাপতি তারেক হোসেন ও ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার।

হেফাজতে ইসলাম বাংলাদেশ’র বিক্ষোভ

সুনামগঞ্জ : আইনজীবী  আলিফ হত্যার জড়িতদের গ্রেফতার ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ।

জেলার তাহিরপুর বাদাঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিক্ষোভ মিছিল বের করে। পরে তাদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মঈনুদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহ-সভাপতি মুফতী মাওলানা সালেহ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখলেছ উদ্দীন, সহ-প্রচার সম্পাদক মাওলানা মিছবাহ উদ্দীন রিয়াজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম সালমান আহমদ সুজন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ নভেম্বর) সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে নগরীর লালদিঘীর পাড় এলাকায় সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) খুন হন। রাতে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী ৩০ জনকে আটক করেছিল। এদের মধ্যেই সাতজনকে ওই হত্যাকাণ্ডে জড়িত হিসেবে ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করেছে সিএমপি।

সারাবাংলা/এসআর

ইবিতে ছাত্রশিবিরের মিছিল ইসকন নিষিদ্ধের দাবি চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ঠাকুরগাঁওয়ে গায়েবানা জানাজা যশোরে সমাবেশ রাবিতে প্রতিবাদ সমাবেশ সাইফুল ইসলাম আলিফ হত্যা হেফাজতে ইসলাম বাংলাদেশ’র বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর