ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবেন ১০ লাখ পোশাক শ্রমিক
২৭ নভেম্বর ২০২৪ ১৮:৪৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৯:১৬
ঢাকা: ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য কিনতে পারবেন তৈরি পোশাক শিল্পের প্রায় ১০ লাখ শ্রমিক। প্রাথমিকভাবে টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডের আওতায় তারা এ সুবিধা পাবেন বলে জানা গেছে।
বুধবার (২৭ নভেম্বর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপনের কথা থাকলেও পরে তা প্রত্যাহার করে নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে, তবে বাতিল হয়নি। বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে এবং কাজটি হবে। টিসিবি তাদের রেগুলার প্রোগ্রামের মধ্যেই কাজটি করবে।’
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আগামীতে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে পোশাক শ্রমিকরাও যুক্ত হবেন। এ বিষয়ে আমরা অনুমোদন দিয়েছি। টিসিবির রেগুলোর যে প্রোগ্রাম আছে এক কোটি পরিবারের জন্য, তারা সেখান থেকে সংস্থান করতে পারবে।’
এই ১০ লাখ গার্মেন্টস শ্রমিক কি এক কোটির বাইরে থাকবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘এক কোটির ভেতরে থাকবে। কারণ, এক কোটির সব তো আমরা ইস্যু করতে পারিনি। আমরা বলেছি, আপাতত আপনারা এটা করেন। পরে শুধু গার্মেন্টস নয়, অন্যান্য ক্ষেত্রে আমরা দেখব। আপাতত আমরা গার্মেন্টসে দেওয়ার অনুমোদন দিয়েছি।’
কবে নাগাদ পোশাক শ্রমিকরা ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কিনতে পারবেন?- জানতে চাইলে তিনি বলেন, ‘টিসিবি যখনই বিক্রি কার্যক্রম শুরু করবে, তখনই পারবেন। টিসিবির পরবর্তী বিক্রি কার্যক্রমের মধ্যে পোশাক শ্রমিকরা যুক্ত থাকবেন। এটা ঢাকার আশেপাশের বিশেষ এলাকার জন্য।’
সারাবাংলা/আরএস/পিটিএম