Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪ ১৭:৫৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ২২:২১

ছবি: সংগৃহীত

রাশিয়া মঙ্গলবার (২৬ নভেম্বর) ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। কর্মকর্তার দাবি করছে একক হামলার ক্ষেত্রে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া।

বুধবার (২৭ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বিমান বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, রাশিয়া মোট ১৮৮টি ড্রোন হামলা করেছে। তারা ১৭টি অঞ্চলকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। এর মধ্যে জ্বালানী অবকাঠামোসহ বিভিন্ন গুরুপ্তপূর্ণ অবকাঠামো রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ভোর চালানো ড্রোনের মধ্যে ৭৬টিকে আঘাত হানার আগেই এয়ার ডিফেন্স ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। সেই সঙ্গে ৯৬টি ড্রোনকে দিকভ্রান্তও করতে সক্ষম হয়েছে। কিন্তু বাকি ১৬টি ড্রোনের আঘাতে রাজধানী কিয়েভ এবং সংলগ্ন শহর তেরনোপিলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। প্রথমে তাদের লক্ষ্য ছিল দ্রুত রাজধানী কিয়েভ দখল করে নেওয়া। তবে ব্যর্থ হয়ে পরে মূলত পূর্বাঞ্চলের দনবাস দখলে মন দেয় তারা। এর আগে কখনও এক হামলায় এত বেশি সংখ্যক ড্রোন ব্যবহার করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘যে ড্রোনগুলোকে ধ্বংস করা বা ঠেকানো সম্ভব হয়নি, সেগুলো রাজধানী কিয়েভ এবং দেশের পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং বেসরকারি বিভিন্ন ভবনে আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতিসাধন করেছে।’

এই হামলার ফলে ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে ইউক্রেনের বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘দুঃসংবাদ হলো, এই হামলা আমাদের জন্য বেশ ভোগান্তি বয়ে আনবে। কারণ, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, শিগগিরই সেসব মেরামত করা সম্ভব নয়।

সারাবাংলা/এইচআই

ড্রোন হামলা রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর