বিডিআর বিদ্রোহ হত্যা পুনঃতদন্ত ও কারাবন্দীদের মুক্তির দাবি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৪ ১৬:৪৬ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৬:৫২
২৭ নভেম্বর ২০২৪ ১৬:৪৬ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৬:৫২
নরসিংদী: বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫০০ কারাবন্দী বিডিআর সদস্যকে মুক্তি এবং ৫৭ সেনা কর্মকর্তা হত্যার বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদ নরসিংদী জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে। এতে সংগঠেনের অন্তত ২০০ সদস্য অংশগ্রহণ করেন। এসময় বিডিআর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
মানবন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় প্রায় ১৮ হাজার বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়। ৫০০ বিডিআর সদস্য কারাবন্দি। কারাবন্দীদের নির্দোষ উল্লেখ করে তারা পিলখানায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তের দাবি জানায়।
সারাবাংলা/এসআর