Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজের মাঝপথেই পাকিস্তান ছাড়ল শ্রীলংকা দল!

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪ ১৫:৫২

শ্রীলংকা এ দল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। দেশটিতে গত কয়েকদিন ধরেই চলছে সহিংসতা, প্রাণহানির ঘটনাও ঘটেছে। এসবের মাঝেই সিরিজের দুই ম্যাচ বাকি থাকতেই সফর স্থগিত করে দেশে ফিরেছে সফরকারী শ্রীলংকা ‘এ’ দল।

সফরকারী শ্রীলংকা ‘এ’ দল টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে এই মাসের শুরু থেকেই আছে পাকিস্তানে। টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর শুরু হয়েছিল ওয়ানডে সিরিজ। তবে সেই সিরিজ আর শেষ হতে পারেনি। প্রথম ম্যাচ খেলতে পারলেও পরের দুই ম্যাচ মাঠে গড়ানোর আগেই দেশে ফিরে গেছে শ্রীলংকা।

বিজ্ঞাপন

পিসিবি জানিয়েছে, দেশটিতে চলমান সংকটময় পরিস্থিতিতে সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড, ‘শ্রীলংকান বোর্ডের সাথে আলোচনা করেই দুই দেশের ‘এ’ দলের সিরিজ স্থগিত করা হয়েছে। বাকি দুই ম্যাচের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’

প্রথম ওয়ানডেতে ১০৮ রানে জিতেছিল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে সিরিজের শেষ দুই ম্যাচ হওয়ার কথা ছিল ২৭ ও ২৯ নভেম্বর।

শ্রীলংকা দল সিরিজের মাঝপথে দেশে ফেরার পরের দিনই অবশ্য বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করেছে ইমরান খানের দল পিটিআই। তবে শ্রীলংকা দলের এমন দেশে ফেরায় হুমকির মুখে পড়েছে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যৎও। আগামী ২৯ নভেম্বর আইসিসির বিশেষ সভায় চ্যাম্পিয়নস ট্রফির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাবাংলা/এফএম

পাকিস্তান শ্রীলংকা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর