পাকিস্তান: বিক্ষোভ স্থগিত, জরুরি সংবাদ সম্মেলনের ডাক বুশরা বিবির
২৭ নভেম্বর ২০২৪ ১২:২৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৪:১৫
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর একদিনের টানা সংঘর্ষের পরে সাময়িকভাবে বিক্ষোভ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।
বুধবার (২৭ নভেম্বর) পিটিআিই তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বর্বরতা ও রাজধানীর নিরস্ত্র মানুষদের কসাইখানায় পরিণত করার সরকারি পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ আপাতত স্থগিত রাখার ঘোষণা দিচ্ছি।’
এতে আরও বলা হয়, দলের রাজনৈতিক ও মূল কমিটিগুলোর কাছে রাষ্ট্রীয় বর্বরতার তথ্য-উপাত্ত তুলে ধরার পর কারাবন্দি ইমরান খানের নির্দেশনার আলোকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।
পিটিআই মুখপাত্রের জারি করা বিবৃতিতে, অভিযানের নামে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে হত্যা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৃশংসতার নিন্দা জানানো হয়েছে।
এদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি, মুখ্যমন্ত্রী গন্দাপুর ও জাতীয় পরিষদের বিরোধী নেতা ওমর আইয়ুব খান বুধবার সকালে একটি জরুরি সংবাদ সম্মেলন করবেন।
আরও পড়ুন:পাকিস্তানে মধ্যরাতের অভিযানে শতাধিক বিক্ষোভকারী গ্রেফতার
এক বিবৃতিতে পিটিআইয়ের হাজারা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইমুর সালিম স্বাতি বলেন, পাখতুনখোয়া প্রদেশের স্পিকার বাবর সালিম সোয়াতির বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে পিটিআই সমর্থকরা ভারী ব্যারিকেড ঘেরা ডি-চকের দিকে অগ্রসর হলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।
পাকিস্তানের কর্মকর্তা ও হাসপাতাল সূত্র জানিয়েছে, তিন দিনের বিক্ষোভে কমপক্ষে ছয়জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে একজন পুলিশ সদস্য এবং তিন রেঞ্জার্স কর্মকর্তা আছেন। এছাড়া আহত হয়েছেন ৬০ জন।
সারাবাংলা/এসডব্লিউ