Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুগদায় কাভার্ডভ্যান ধাক্কায় নিহত ১

স্টাফ রিপোর্টার
২৭ নভেম্বর ২০২৪ ১০:০৭ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১১:৩৫

মুগদায় কাভার্ডভ্যান ধাক্কায় নিহত ১

ঢাকা: রাজধানীর মুগদা এলাকায় কাভার্ডভ্যান ধাক্কায় সোলেমান মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে মুগদা আইডিয়াল স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। রোগীকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত সোলেমানের বোন জামাই মতিউর রহমান বলেন, মৃত সোলেমানের মুগদার মান্ডায় নিজস্ব বাড়ি। তার বাবার নাম শাহজাহান মিয়া। বর্তমানে গিলাগাও মেম্বার গলিতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তারা।

তিনি আরও জানান, গতরাতে সোলেমান মুগদা মান্ডার বাসায় যায় কাজে। সেখান থেকে মোটরসাইকেলে খিলগাঁওয়ের বাসায় ফিরছিলেন। মুগদা আইডিয়াল স্কুলের সামনে আসলে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পরে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক সোলেমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ওই ব্যক্তিকে পথচারীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারীরা জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় আহত হন তিনি। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

মুগদা মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর