Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্লক রেইড দিয়ে আইনজীবীর হত্যাকারীদের গ্রেফতার করুন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ২১:০০ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ২২:২৬

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো: রাতের মধ্যে ব্লক রেইড দিয়ে আইনজীবীর হত্যাকারীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর আমির শাহজাহান চৌধুরী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত আইনজীবীর স্বজনদের সান্ত্বনা দেওয়ার পর সমবেতদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

শাহজাহান চৌধুরী বলেন, ‘বার বার আমাদের ওপর নৈরাজ্য, ষড়যন্ত্র জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আজ যে নৃশংস ঘটনা ঘটল, আমার মনে হয় এ জনপদে গত ১০০ বছরে এমন ঘটনা ঘটেনি। একজন আইনজীবী, সে লেখাপড়ায় খুব ভালো ছিল, আদালত অঙ্গনের সবাই তাকে খুব ভালোবাসত, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে।’

‘বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে ইসকনের বহিষ্কৃত একজন নেতা চিন্ময় দাসকে গ্রেফতার করেছে। এ ঘটনা নিয়ে উচ্ছৃঙ্খল ইসকনের অস্ত্রধারী সন্ত্রাসীরা যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাতে আমরা মর্মাহত, শোকাহত। পরাজিত ফ্যাসিস্ট পতিত স্বৈরাচার ইসকনের কাঁধে ভর দিয়ে এ নৈরাজ্য চালাচ্ছে। তারা কোর্ট বিল্ডিংয়ে ভাংচুর করেছে, মসজিদে হামলা করেছে।’

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘গত ১৮ বছর ধরে কাউকে কাউকে আদালতে তোলার সময় আপনাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই মজবুত ছিল। তখন আর কেউ আদালতে তাদের কাছে যাওয়ার সুযোগও পেত না। তাহলে আজ ইসকনের সন্ত্রাসী দা, কুড়াল, খড়গ নিয়ে কিভাবে আদালতে যেতে পারল? তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কি ষড়যন্ত্রে লিপ্ত? অন্তর্বর্তী সরকার যাতে ব্যর্থ হয়, সেজন্য কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সাবধান হয়ে যান, আমাদের কাছে তালিকা আছে, কেউ বাঁচতে পারবেন না।’

বিজ্ঞাপন

সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আরও বলেন, ‘আজ রাতের মধ্যে ইসকনের অস্ত্রধারী সন্ত্রাসী ও পতিত স্বৈরাচারের পা চাটা কুকুরদের গ্রেফতার করতে হবে। সনাতনী ধর্মের নাম দিয়ে বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে, এটা আমরা বুঝে গেছি। রাতের মধ্যে ব্লক রেইড দিন ইসকনের অস্ত্রের কারখানায়। না হলে আমরা কঠোর কর্মসূচি দেব। ইসকনের কাজকর্ম নজরে রাখুন। এরা সনাতন ধর্মের কেউ নয়। এরা সশস্ত্র ক্যাডার।’

তিনি আরও বলেন, ‘আমরা মুসলিম জাতি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। তৌহিদি জনতাকে বলব, আপনারা শান্ত থাকুন। আইন নিজের হাতে তুলে নেবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ফাঁদে পা দেবেন না।’

সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো আরেক বিবৃতিতে নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী ও সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন বলেন, ‘ইসকনের সন্ত্রাসীরা আদালত ভবনে হামলা ও পরিকল্পিতভাবে একজন আইনজীবীকে হত্যার মাধ্যমে সন্ত্রাস ও নৈরাজ্যের চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামী উদ্বিগ্ন। আমরা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ব্যক্তিকে আদালতে আনা-নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের আরো বেশি সতর্ক হওয়া জরুরি ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আইনজীবী হত্যার প্রতিবাদে সন্ধ্যায় নগরীর নিউমার্কেট মোড়ে বিক্ষোভ করেছেন হাজারো শিক্ষার্থী। এ সময় তারা ‘দিল্লি না ঢাকা- ঢাকা ঢাকা’, ইসকনের ঠিকানা- এই বাংলায় হবে না, জঙ্গি লীগের ঠিকানা- এই বাংলায় হবে না’– এমন বিভিন্ন স্লোগান দেন। তারা আইনজীবী হত্যায় জড়িতের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

বিজ্ঞাপন

এছাড়া, আইনজীবী হত্যার প্রতিবাদে সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। সারাবাংলার চবি করেসপন্ডেন্ট জানিয়েছেন, শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন- রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা- এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন- এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ- রাজপথ রাজপথ’, হিন্দু মুসলিম ভাই ভাই- ইসকনের রক্ষা নাই’, সন্ত্রাসীদের ঠিকানা- এই বাংলায় হবে না’– এ ধরনের বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে চবি শিক্ষার্থী সাব্বির হোসাইন রিহাদ বলেন, ‘পরাজিত ফ্যাসিস্ট এখনও আমাদের সাথে শত্রুতার নীলনকশা তৈরি করছে। তারা দফায় দফায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে।’

আরেক শিক্ষার্থী আহসান উল্লাহ বলেন, ‘৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ টোকাই লীগ, রিকশা লীগ, আনসার লীগ হিসেবে ফিরে আসতে চাচ্ছে। আইনজীবী সাইফুলকে যারা হত্যা করেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের আইনের আওতায় আনতে হবে। না হলে ছাত্রসমাজ আবারও জেগে উঠবে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

আমির ইসকন নেতা চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী টপ নিউজ শাহজাহান চৌধুরী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর