Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৪ ১২:৫১ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৫:৩৮

নাটোর: নাটোরের লালপুরে ব্যাটারিচালিত ভ্যানে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নাটোর পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডাঙ্গাপাড়া গ্রামের ইসারুদ্দিনের ছেলে ভ্যানচালক আলফু থানদার (৫৫) ও কচুয়া থাকার বাসিন্দা ট্রাকচালক মো. মোস্তাকিম (২৪)।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, আজ ভোর সাড়ে ৬টার দিকে একটি অটোরিকশা ভ্যান বনপাড়া থেকে রাজাপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে পাবনা থেকে একটি ট্রাক নাটোরের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এরপর একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যানচালক আলফু থানদার ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় গুরুতর আহত অবস্থায় ট্রাকচালক মো. মোস্তাকিমকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, ভ্যান ও ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল পাঠানো হয়েছে এবং ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/ইআ

নাটোর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর