কানাডা-মেক্সিকোর পণ্যে ২৫% শুল্ক বসাবেন ট্রাম্প
২৬ নভেম্বর ২০২৪ ১২:৩৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৪:৩৩
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক এবং অভিবাসীদের প্রবেশ বন্ধ না হলে তিনি তার কার্যদিবসের শুরুর দিন থেকেই এই দুই দেশের সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এছাড়া চীন থেকে আসা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন।
ট্রাম্প একটি পোস্টে ঘোষণা করেছেন, ‘২০শে জানুয়ারী, প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম কাজই হবে মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা।’
ট্রাম্প বলেন, ‘এই দুই দেশ যতক্ষণ পর্যন্ত মাদক চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়া বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত শুল্ক বহাল থাকবে।’
চীন সম্পর্কে তিনি বলেন, ‘যতক্ষণ না তারা ফেন্টানাইল চোরাচালান বন্ধে পদক্ষেপ নেবে, আমরা চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা অনেক পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চার্জ করব।’
তিনি আরও বলেন, ‘মেক্সিকো এবং কানাডা চাইলেই এই সমস্যাটি সহজে সমাধান করতে পারে, তাদের সেই ক্ষমতা রয়েছে। আমি চাই তারা তাদের এই ক্ষমতাকে ব্যবহার করে এসব সমাধান করুক, নয়তো তাদেরকে এর জন্য খুব বড় মূল্য দিতে হবে!’
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন যে, তিনি চীনা পণ্য আমদানিতে ৬০ শতাংশ বা এরও বেশি শুল্ক আরোপ করবেন এবং মেক্সিকো থেকে আমদানি করা যানবাহনের উপর ১০০০ শতাংশ বা এর বেশি শুল্ক আরোপ করতে করার কথা বলেছিলেন।
ট্রাম্প বলেন, ‘চীনের প্রতিনিধিরা আমাকে বলেছিলেন যে, কোনো মাদক ব্যবসায়ী ধরা পড়লে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত, তারা কখনই তা অনুসরণ করেনি এবং আমাদের দেশে মাদক পাচার করেই যাচ্ছে। বিশেষ করে মেক্সিকো থেকে এমন মাত্রায় আসছে -যা আগে কখনও দেখা যায়নি।’
উল্লেখ্য, চীন, মেক্সিকো ও কানাডা যুক্তরাষ্ট্রের তিনটি বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের মতে, ২০২২ সালে দেশগুলো যথাক্রমে ৮৩০ বিলিয়ন মার্কিন রপ্তানি এবং ১.৪৩ ট্রিলিয়ন মার্কিন আমদানি করেছে।
সারাবাংলা/এসডব্লিউ/আরএস