Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফ জয়ী ৬ নারী ফুটবলার পেলেন সংর্বধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ২৩:০৩ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ২৩:০৬

ময়মনসিংহের ধোবাউড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের ময়মনসিংহের ছয় ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে বিএনপি। পাশাপাশি নারী ফুটবলার তৈরির কারিগর কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রানী শীল, সাবেক শিক্ষক ও কোচ মফিজ উদ্দিন এবং কলসিন্দুর ফুটবল টিমের কোচ জুয়েল মিয়াকেও দেওয়া হয় সংবর্ধনা।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

‘কীর্তিমান কিশোরী ফুটবলার সংবর্ধনা আয়োজক কমিটি’র ব্যানারে হালুয়াঘাট ও ধোবাউড়া বিএনপির পক্ষ থেকে কলসিন্দুর গ্রামের কীর্তিমান এই কিশোরী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা পাওয়া সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সহ-অধিনায়ক মারিয়া মান্দা, সানজিদা আক্তার, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র ও শিউলী আজিম। কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এই ছয়জন আজ নিজ গ্রামে সংবর্ধনা পেল।

উপজেলা বিএনপির সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন বাংলাদেশের জন্য গর্বের। এতে কলসিন্দুরের ছয় নারী ফুটবলার সম্পৃক্ত হয়ে পুরো ধোবাউড়াবাসীকে গর্বিত করেছে। তাদের নিয়ে আজ সারা বাংলাদেশের মানুষ গর্বিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, বাংলাভিশন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বিজ্ঞাপন

এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির সদস্য মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ, বিএনপি নেতা ব্রিগেডিয়ার শামস, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছুসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

নারী ফুটবলার ময়মনসিংহ সংর্বধনা সাফ জয়ী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর