খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
২৫ নভেম্বর ২০২৪ ২০:৫০ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ২০:৫২
ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আল দুহাইলান।
সোমবার (২৫ নভেম্বর) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসায় সাক্ষাৎ করতে আসেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় সাজা হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ অস্থায়ী জামিন পান খালেদা জিয়া। কারাদণ্ড হওয়ার পর সাড়ে ছয় বছর এক প্রকার কারাবন্দি ছিলেন বিএনপি চেয়ারপারসন।
৫ আগস্ট পটপরিবর্তনের পর তিনি স্থায়ী মুক্তি পেলে গত প্রায় ৭ বছর পর গত ৪ সেপ্টেম্বর ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। ওই সাক্ষাতে মূলত, তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন সারাহ কুক। ধারণা করা হচ্ছে, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আল দুহাইলানের সাক্ষাতেও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবরের বিষয়টি প্রাধান্য পেয়েছে।’
সারাবাংলা/এজেড/এইচআই