লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে, সাগরে দূরবর্তী সংকেত
২৫ নভেম্বর ২০২৪ ১৪:৩৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৫:৪৯
ঢাকা: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় তৈরি হয়েছিল লঘুচাপ। আবহাওয়া অধিদফতরের আশঙ্কা সত্যি প্রমাণ করে সেটি পশ্চিম-উত্তরপশ্চিমে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এখন পর্যন্ত দেশের সব সমুদ্রবন্দর থেকেই এর দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার। তবে সতর্কতার অংশ হিসেবে বন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১টায় আবহওয়া অধিদফতর থেকে এই নিম্নচাপ নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা প্রথম ক্রমিক নম্বরের এই বিজ্ঞপ্তিতে সই করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে দুই হাজার ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম, মোংল সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিম ও পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৯৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ পাওয়া গেছে ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা ও ঝোড়ো হাওয়া আকারে এই গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের আশপাশের এলাকায় সাগর উত্তাল রয়েছে।
আবহাওয়া অধিদফতর বলছে, নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে তথা বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে, আরও ঘনীভূত হতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদফতরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। বুধ ও বৃহস্পতিবার আবহাওয়া শুষ্ক থাকলেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। আর শুক্রবার গিয়ে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
সারাবাংলা/টিআর