Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাগলকাণ্ডের মতিউরের বিদেশ যেতে চাওয়ার রিট খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ১২:৫৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৫:০২

ফাইল ছবি

ঢাকা: ছাগলকাণ্ডের ঘটনায় আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মতিউর রহমানের আইনজীবী এস এম শামীম হোসাইন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

এর আগে মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। তার পক্ষে আইনজীবী এস এম শামীম হোসাইন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

এর আগে, ২৪ জুন মতিউর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। একইসঙ্গে আদালত তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন এ নিষেধাজ্ঞা দেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

ছাগলকাণ্ড রিট খারিজ সাবেক এনবিআর কর্মকর্তা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর