Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরে ২ বারের বেশি বিদেশে প্রশিক্ষণ-সেমিনারে যেতে পারবেন না চিকিৎসকরা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ০৮:২৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১১:১৯

ঢাকা: দেশের কোনো চিকিৎসক এখন দেশে বছরে সর্বোচ্চ দুবার বিদেশে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে ১১টি নীতিমালা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ আবদুল হাইয়ের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য সেবা বিভাগের অধীন দফতর বা সংস্থায় কর্মরত চিকিৎসকদের বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের ক্ষেত্রে নিচের নীতিমালা অনুসরণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

নীতিমালাগুলো হলো—

  • কোনো প্রার্থী বছরে (সর্বশেষ ১২ মাস) সর্বোচ্চ দুই বার বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে যেতে পারবেন;
  • প্রার্থী যে বিষয়ে অভিজ্ঞ বা যে বিষয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত (দায়িত্ব পালনরত), কেবল সে বিষয়ে আমন্ত্রিত হতে পারবেন;
  • প্রার্থী যে বিষয়ে অধ্যয়নরত সেই বিষয়ে আমন্ত্রিত হয়ে বিদেশে যেতে করতে পারবেন;
  • আমন্ত্রণকারী সংস্থার নিজস্ব ডোমেইনভুক্ত ওয়েবমেইল থেকে স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবমেইলে ([email protected], cc: [email protected]) আমন্ত্রণপত্রের অনুলিপি বা কপি পাঠাতে হবে;
  • আমন্ত্রণকারী সংস্থা যাবতীয় খরচ (ভিসা ফি, উভয় পথের বিমান ভাড়া, আবাসন ব্যবস্থা বা খরচ ইত্যাদি) বহন করবেন বলে আমন্ত্রণকারী সংস্থা থেকে প্রত্যয়নপত্র প্রমাণক হিসেবে দাখিল করতে হবে;
  • বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে গিয়ে ফেরত আসার পর একটি প্রতিবেদন স্বাস্থ্য সেবা বিভাগে (প্রশাসন-১) শাখায় দাখিল করতে হবে;
  • তৃতীয় পক্ষ খরচ বহন করবে— এ রকম যেকোনো আবেদন সরাসরি বিবেচনার বাইরে থাকবে;
  • বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম বা প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের প্রমাণস্বরূপ প্রোগ্রামে যোগদানের ও সমাপ্তি দিনের ছবি দাখিল করতে হবে;
  • যথাযথ মাধ্যমে অগ্রায়নকৃত আবেদনে প্রতিষ্ঠান বা দফতর প্রধান ও স্বাস্থ্য অধিদফতরের সুপারিশ থাকতে হবে;
  • অগ্রায়নের পূর্বে প্রতিষ্ঠান বা দফতরপ্রধানের মাধ্যমে ‘প্রাপ্ত আমন্ত্রণপত্র ১ নম্বর থেকে ৯ নম্বর ক্রমিকে বর্ণিত শর্ত যাচাই করে সঠিক পাওয়া গেল’ বলে প্রত্যায়ন করতে হবে; এবং
  • অন্যান্য বিষয় যা স্থানীয় কর্তৃপক্ষ বিবেচ্য মনে করে সেভাবে কাজ হবে।

এ সংক্রন্ত অফিস আদেশে বলা হয়েছে, এসব নির্দেশনা আগামী ১ জানুয়ারি থেকে চিকিৎসকদের আমন্ত্রণের ভিত্তিতে বিদেশে সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের ক্ষেত্রে কার্যকর হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/টিআর

নীতিমালা বিদেশে সভা-সেমিনার স্বাস্থ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর