Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুম কমিশনের সুপারিশে নিরাপত্তা বাহিনীর কোনো কর্মকর্তা বরখাস্ত হয়নি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৪ ০০:০৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০৯:২৭

ফাইল ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঢাকা: গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কোনো সুপারিশের ভিত্তিতে দেশের কোনো নিরাপত্তা বাহিনী তাদের কোনো কর্মকর্তা ও সদস্যকে বরখাস্ত করেনি।

রোববার (২৪ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইং বলছে, বেশ কয়েকটি টিভি চ্যানেল এটি নিয়ে ভুল সংবাদ প্রচার করছে। গুমবিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন যে, এমন কোনো সুপারিশ কমিটি থেকে করা হয়নি।

কমিশন প্রধান বলেছেন, ‘আমাদের সুপারিশের ভিত্তিতে দেশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে যে তথ্যটি প্রচার করা হচ্ছে সেটি মিথ্যা। এটি একটি ভুয়া খবর। আমরা আশা করি টিভি চ্যানেলগুলো তথ্যটি সংশোধন করে প্রচার করবে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

গুম কমিশন টপ নিউজ প্রেস উইং

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর