Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক ব্যবস্থাপনায় অবসরপ্রাপ্তরা কাজ করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৪ ১৭:০৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ২০:৫৪

ঢাকা: যানজটে নাকাল রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌ বাহিনী, পুলিশ, আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। এসকল বাহিনী থেকে অবসরে যাওয়া ব্যক্তিদের নিয়ে কমিউনিটি পুলিশ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ট্রাফিক ব্যবস্থার উন্নতি করার জন্য আমরা ছাত্রদের ব্যবহার করছি। একই সঙ্গে আমাদের অবসরপ্রাপ্ত যেসব পুলিশ ট্রাফিকে কাজ করেছেন, অবসরপ্রাপ্ত আর্মি যারা ট্রাফিকে কাজ করেছেন, বিমান ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত যারা ট্রাফিকের কাজ করেছেন, এছাড়া অবসরে যাওয়া বিজিবি এবং আনসারের যারা ট্রাফিকে কাজ করেছেন তাদের নিয়ে কমিউনিটি পুলিশ করার চিন্তাভাবনা করা হচ্ছে। এটা খুব তাড়াতাড়ি কার্যকর হবে।’

কমিউনিটি পুলিশের সদস্য সংখ্যা প্রাথমিকভাবে ৫শ জন নিয়ে হতে পারে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে রাজধানী ঢাকার জন্যই এই ফোর্স গঠন করার চিন্তা করা হচ্ছে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

ট্রাফিক স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর