Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮১তম সেঞ্চুরিতে কোহলির যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪ ১৭:৫৭ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ২০:৫৩

৮১তম সেঞ্চুরি পেলেন কোহলি

বছরের ১১ মাস পেরিয়ে গেলেও হাফ সেঞ্চুরি ছিল মাত্র একটি। ২০২৪ সালটা যেন এক রকম বিভীষিকার মতোই কেটেছে বিরাট কোহলির। বছরের শেষভাগে এসে অবশেষে কোহলি ফিরলেন চিরচেনা সেই বিধ্বংসী রূপে। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষ প্রান্তে কোহলি তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি ও সব ফরম্যাট মিলিয়ে ৮১ তম সেঞ্চুরিতে কোহলি গড়েছেন নতুন বেশ কিছু রেকর্ড।

বিজ্ঞাপন

সবশেষ ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন কোহলি। এরপর থেকেই যেন টেস্টে নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। ২০২৪ সালে সেই হতাশা যেন পৌঁছে গিয়েছে চূড়ান্ত পর্যায়ে। বছরের শুরু থেকে পার্থ টেস্টের প্রথম ইনিংস, কোহলির পার করেছেন তার ক্যারিয়ারের অন্যতম বাজে সময়। নিউজিল্যান্ডের বিপক্ষে করা ৭০ রানের ইনিংস ছাড়া বলার মতো আর কোনো ইনিংসই ছিল না কোহলির। কিউইদের বিপক্ষে সিরিজে এমন বেশ কয়েকটি আউট হয়েছেন কোহলি, যা তার ক্যারিয়ারে বিরল। ক্যারিয়ারে এক বছরে সর্বনিম্ন গড়ে কোহলিকে তাই বছরজুড়েই শুনতে হয়েছে নানা সমালোচনা।

বিজ্ঞাপন

পার্থে প্রথম ইনিংসেও ব্যর্থ ছিলেন কোহলি, প্যাভিলিয়নে ফিরেছেন মাত্র ৫ রানে। দ্বিতীয় ইনিংসে তাই পাহাড় সমান চাপ নিয়েই ক্রিজে নামেন কোহলি। এবার অবশেষে হেসেছে কোহলির ব্যাট। দুর্দান্ত এক সেঞ্চুরিতে টেস্টে নিজের ৩০তম সেঞ্চুরি পূর্ণ করেছেন কোহলি। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৮১তম সেঞ্চুরি। শচীনের পর তিনিই দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই সংখ্যাটি ছুঁয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে কোহলির সেঞ্চুরি দাঁড়ালো ৭। জ্যাক হবসের পর এটিই সফরকারী দেশের ব্যাটারদের মাঝে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি। তবে সব ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির সেঞ্চুরি সংখ্যা ১০টি। সফরকারী দলের মাঝে এটিই সর্বোচ্চ। কোহলি এখানে ছাড়িয়ে গেছেন শচীনকেও।

ভারতীয় ব্যাটারদের মাঝে বিদেশের মাটিতে যৌথভাবে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ডও এখন কোহলির। ৭ সেঞ্চুরিতে তিনি ছুঁয়েছেন সুনীল গাভাস্কারকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির এটি ৯ম সেঞ্চুরি। কোনো প্রতিপক্ষের বিপক্ষে ভারতীয় ব্যাটারদের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় কোহলি উঠে এসেছেন তৃতীয় স্থানে। ১৩ সেঞ্চুরি নিয়ে সবার উপরে আছেন গাভাস্কার।

পার্থের সেঞ্চুরিতে কোহলি পূর্ণ করেছেন নিজের ক্যারিয়ারের ১০০তম সেঞ্চুরিও। লিস্ট-এ ক্রিকেটে তার সেঞ্চুরি সংখ্যা ৫৪ টি, প্রথম শ্রেণিতে ৩৭টি ও টি-২০ ফরম্যাটে ৯টি।

সারাবাংলা/এফএম

বিরাট কোহলি ভারত ভারত-অস্ট্রেলিয়া সিরিজ সেঞ্চুরি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর