Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিমন্ত্রী পদে ব্রুক রলিন্সকে বেছে নিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪ ১০:৫৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১২:৫৪

ব্রুক রলিন্স

দীর্ঘদিনের সহযোগী ব্রুক রলিন্সকে কৃষিমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ট্রাম্পের নতুন প্রশাসনের সব পদের মনোনয়ন শেষ হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) কৃষিমন্ত্রী পদে রলিন্সের নাম ঘোষণা করে ট্রাম্প বলেন,’আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক মার্কিন কৃষকদের রক্ষা করার প্রচেষ্টার নেতৃত্ব দেবেন, যারা সত্যিই আমাদের দেশের মেরুদণ্ড।’

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রী হিসেবে খামারের ভর্তুকি, কেন্দ্রীয় সরকারের পুষ্টি কর্মসূচি, মাংস খাতে পরিদর্শন এবং দেশের খামার, খাদ্য ও বনজ শিল্পের অন্যান্য দিক তত্ত্বাবধান করবেন রলিন্স।

রলিন্সের মনোনয়নের মধ্য দিয়ে ট্রাম্পের পরবর্তী প্রশাসনে সবগুলো পদের নাম ঘোষণা শেষ হয়েছে। ১৫ জনকে নিয়ে নতুন প্রশাসন সাজিয়েছেন ট্রাম্প। তবে চূড়ান্ত নিয়োগ পেতে সবারই সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে।

ব্রুক রলিন্স ট্রাম্পের নীতি বাস্তবায়নের সহযোগী ডানপন্থী চিন্তক প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট।

এর আগে রলিন্স হোয়াইট হাউসে কাজ করেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে অফিস অব আমেরিকান ইনোভেশনের পরিচালক ছিলেন তিনি। এছাড়া রলিন্স হোয়াইট হাউসের অভ্যন্তরীন নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

টেক্সাসের এঅ্যান্ডএম ইউনিভার্সিটিতে কৃষি উন্নয়ন বিষয়ে পড়াশোনা করেছেন রলিন্স। এরপর তিনি আইনজীবী হিসেবে কাজ করেন।

সারাবাংলা/এসডব্লিউ

কৃষিমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর