বসিলায় প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত
২৪ নভেম্বর ২০২৪ ০২:২০ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১১:০৩
ঢাকা: রাজধানীর বসিলায় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল্লাহ (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বসিলা ওয়াসপুর মেম্বার রোড টাওয়ার গলিতে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
ঢাকা মেডিকেলে আব্দুল্লাহর চাচা শহীদ হাওলাদার জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায়। বাবার নাম আউয়াল হাওলাদার। দুই ভাই এক বোনের মধ্যে আব্দুল্লাহ ছিল ছোট। আব্দুল্লাহর পরিবার পশ্চিম ধানমন্ডি চার নম্বর রোডের এ ব্লকের একটি ভাড়া বাসায় থাকে।
শহীদ হাওলাদার আরো জানান, সকালে বাসার সামনে রাস্তায় বালুতে খেলছিল শিশুটি। তখন একটি প্রাইভেটকার ঘোরানোর জন্য পিছন দিকে গেলে সেটি ধাক্কা দেয় আব্দুল্লাহকে। এতে সে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে স্বজনরা শিশুটিকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। পরে বাসায় নিয়ে যাওয়া হয় মরদেহটি।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ওই বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা মৃত্যুর সনদপত্র চাওয়ায় রাতে মরদেহটি ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম