Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে প্রথমবারের মতো নারী ফুটবল

রাবি করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ২২:৫৩

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো নারী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে নারীদের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচ হয়।

খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। এসময় স্বাগত বক্তব্য রাখেন আন্তঃবিভাগ গেমস সাব কমিটির সভাপতি ও ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য দেন ভেটেরিনারী অ্যাড এ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন ও শৃঙ্খলা উপ-কমিটির সভাপতি অধ্যাপক কেএম মোজাফফর হোসেন। আরও উপস্থিত ছিলেন শরীর চর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জনাব আহসান-উল-আলম

বিজ্ঞাপন

উদ্বোধনী দিনে দুটি ম্যাচ খেলা হয়েছে। প্রথমটি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসা মনোবিজ্ঞান টাই ব্রেকারে ২-১ গোলে বিজয়ী হয়। দ্বিতীয়টি সংস্কৃত বিভাগ এবং হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মধ্যে হয়েছে। এতে সংস্কৃত বিভাগ টাই-ব্রেকারে ২-০ গোলে বিজয়ী হয়েছে।

সারাবাংলা/এসআর

নারী ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর