Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংস্কারে দেরি হলে ফ্যাসিবাদের দোসররা অরাজকতা-নৈরাজ্য চালবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৪৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ০২:২৯

মানিকগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, রাষ্ট্রযন্ত্রের সংস্কার কাজে বেশি সময় নেওয়া যাবে না। সংস্কারে দীর্ঘ সময় নিলে আবার খুনের মাস্টার মাইন্ড ও ষড়যন্ত্রকারীরা সময় পেয়ে যাবে। ফ্যাসিবাদের দোসররা অরাজকতা ও নৈরাজ্য চালবে। ৫ আগস্টের পরও বিভিন্নভাবে অন্তবর্তী সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বিজয় মেলার মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে গোলাম পরওয়ার আরও বলেন, ‘আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা তো দেশ শাসন করতে আসেননি। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এসেছেন। সেটা করার জন্য যে সমস্ত সংস্কার প্রয়োজন সেগুলো করতে হবে। যেমন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, নির্বাচন কমিশন এবং বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। এরকম পাঁচ থেকে ছয়টি সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। কেননা ফ্যাসিবাদের দোসররা এখনও রাষ্ট্রযন্ত্রের রন্দ্রে রন্দ্রে ঘাপটি মেরে বসে আছে। তাদের উৎখাত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘অনেকে দ্রুত নির্বাচনের জন্য তাগিদ দিচ্ছে। এতো ব্যস্ত হওয়ার কিছু নেই। সংস্কার কাজ সম্পূর্ণ না করে নির্বাচন হলে বিগত তিনটি নির্বাচনের মত পাতানো নির্বাচন অনুষ্ঠিত হবে। আবারো দেশ আগের অবস্থানে ফিরে আসবে। রাষ্ট্রযন্ত্রের সব প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো সংস্কারের বিকল্প নেই।’

অন্তর্বর্তীকালীন সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ‘আমরা কমিশনকে বলবো যত দ্রুত সম্ভব আপনি নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রশাসনের বাকি সংস্কারগুলো সম্পন্ন করুন। প্রশাসন যন্ত্রের রাষ্ট্রযন্ত্র থেকে এই জ্বরাক্রান্ত প্রশাসনকে জ্বর মুক্ত করুন, সংক্রামণমুক্ত করুন, দলীয়করণ মুক্ত করুন, দূর্নীতি মুক্ত করুন। তখন জনগনই বলবে এটাই নির্বাচনের জন্য সঠিক সময়।’

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক (ঢাকা উত্তর অঞ্চল) অধ্যক্ষ মুহাম্মদ উজ্জত উল্লাহ, ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইনসহ কয়েক হাজার নেতাকর্মী।

এদিকে জামাযাতে ইসলামের সেক্রেটারির দাবি মানিকগঞ্জের ইতিহাসে এত বড় কর্মী সমাবেশ এখানে আর কখনোই অনুষ্ঠিত হয়নি। তিনি দলীয় নেতা-কর্মীদের সাংগঠনিক নিয়ম মেনে চলার আহ্বান জানান।

সারাবাংলা/এইচআই

অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রযন্ত্রের সংস্কার