নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৩:১১
লিওনেল মেসির ‘মেসি’ হয়ে ওঠা এই ক্লাবেই। বার্সেলোনার সাথে তার সম্পর্কটা যেন একেবারেই আলাদা। তিন বছর আগে বার্সা ছাড়লেও তাই কাতালান ক্লাবটিকে নিয়ে মাঝে সাজেই কথা বলেন মেসি। এবার মেসি জানালেন, হ্যান্সি ফ্লিকের অধীনে নতুন বার্সার খেলা তাকে মুগ্ধ করেছে।
মেসির বিদায়ের পর থেকেই বর্ণহীন বার্সা যেন নিজেদের হারিয়ে খুঁজছে। গত মৌসুমে কোনো শিরোপাই ঘরে তুলতে পারেনি তারা। এসবের মাঝেই অনেক নাটকের পর ছাটাই করে হয়েছিল কোচ জাভিকে। কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ফ্লিক যেন রাতারাতি বদলে দিয়েছেন ক্লাবের চেহারা। তার অধীনে এই মৌসুমে দুর্দান্ত খেলছে বার্সা। লা লিগায় ১৩ ম্যাচে মাত্র একটিতে হার, ১১ জয়ে শীর্ষেই আছেন তারা। চ্যাম্পিয়নস লিগে হার দিয়ে শুরু করলেও পরের তিন ম্যাচে জয় পেয়েছে বার্সা। দুই টুর্নামেন্ট মিলিয়ে সবচেয়ে বেশিও গোলও করেছে বার্সা।
দুর্দান্ত বার্সার হয়ে এবার মাঠে নেমেছেন লা মেসিয়ার অনেক ফুটবলার। লা মেসিয়া থেকে উঠে আসা ইয়ামালদের খেলা মুগ্ধ করেছে মেসিকে, ‘মূল দলে যেভাবে অ্যাকাডেমির ফুটবলাররা প্রতিনিধিত্ব করছে, সেটা দেখে আমি গর্বিত। দুই বছর ধরে ছেলেগুলো নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে, এটা দারুণ ব্যাপার। তাদের আত্মবিশ্বাসী করে তুলতে পারলে তারা এভাবেই খেলবে। তারা অন্য যে কারো চেয়ে এই ক্লাবের খেলার ধরন ভালোভাবে জানে। ছোটবেলা থেকেই তারা এভাবে খেলে অভ্যস্ত। তাদের সুযোগ করে দিলে তারা এটার প্রতিদান অবশ্যই দেবেম। আমাদের সময়ও এরকম হয়েছে।’
বার্সার এমন পারফরম্যান্সে অবশ্য বেশি অবাক হননি মেসি, ‘বার্সারর এই দলটি দুর্দান্ত। এটা নতুন কিছু নয়, সবসময়ই এমনটা দেখা যায়। আমি ১৩ বছর বয়সে সেখানে যাওয়ার পর থেকেই এটা দেখে আসছি।’
সারাবাংলা/এফএম