Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাটর্নি জেনারেল পদে পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৪ ১৪:১১ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৭:৫১

প্রসিকিউটর পাম বন্ডি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যাট গেটসের নাম প্রত্যাহারের কয়েক ঘণ্টা পর অভিজ্ঞ প্রসিকিউটর পাম বন্ডিকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন।

বন্ডির মনোনয়নের খবর ম্যাট গেটসের সরে দাঁড়ানোর ঘোষণা আসার ছয় ঘণ্টা পর আসে। যৌন হয়রানি ও মাদক ব্যবহারের অভিযোগ নিয়ে বিতর্কের কারণে গেটস নিজেই এই মনোনয়ন থেকে সরে দাঁড়ান।

পরবর্তীতে গেটস বন্ডিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের একটি চমৎকার পছন্দ। তিনি একজন প্রমাণিত আইনজীবী, অনুপ্রেরণাদায়ী নেতা এবং আমেরিকানদের জন্য একজন প্রকৃত বিজয়ী।’

বন্ডি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থায় কাজ করেছেন এবং পূর্বে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র বন্ডি তার প্রথম সিনেট অভিশংসন ট্রায়ালের সময় তার আইনজীবী দলের সদস্য ছিলেন এবং নিউ ইয়র্কে ‘হুশ মানি’ মামলার সময় প্রকাশ্যে তাকে সমর্থন করেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ডির মনোনয়ন ঘোষণা করে ট্রাম্প বলেন, ‘পাম প্রায় ২০ বছর প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন। তিনি সহিংস অপরাধীদের বিরুদ্ধে কঠোর ছিলেন এবং ফ্লোরিডার পরিবারগুলোর জন্য নিরাপদ রাস্তার ব্যবস্থা নিশ্চিত করেছিলেন।’

২০১৬ সালের নির্বাচনী প্রচারের সময় থেকেই বন্ডি ট্রাম্পের ঘনিষ্ঠ। ২০১৯ সালে তিনি হোয়াইট হাউসে যোগ দিয়ে ‘অভিশংসন বার্তা কৌশল’ নিয়ে কাজ করেন এবং প্রথম অভিশংসন প্রক্রিয়ায় তার আইন উপদেষ্টা ও প্রতিরক্ষা অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২০ সালেও বন্ডি ট্রাম্পের আইনি দলে ছিলেন, যখন তারা ভোট জালিয়াতির মাধ্যমে নির্বাচন চুরি হয়েছে বলে মিথ্যা দাবি করেছিল।

বন্ডি সম্প্রতি ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট’ (এএফপিআই)-এর আইনি শাখা পরিচালনা করছেন। এটি প্রাক্তন ট্রাম্প প্রশাসনের সদস্যদের দ্বারা প্রতিষ্ঠিত সংস্থা।

সিনেটে অনুমোদিত হলে, বন্ডি দেশের প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা হবেন এবং বিচার বিভাগে ১ লাখ ১৫ হাজারেরও বেশি কর্মচারী ও প্রায় ৪৫ বিলিয়ন বাজেটের দায়িত্বে থাকবেন।

ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ার পর বন্ডি ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বন্ডি ট্রাম্পের বিরুদ্ধে আনা ফৌজদারি মামলাগুলোর কঠোর সমালোচক। তিনি বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথেরও সমালোচনা করেছেন, যিনি দুটি ফেডারেল মামলায় ট্রাম্পকে অভিযুক্ত করেছিলেন।

ট্রাম্পের বিচার বিভাগ পরিকল্পনার মধ্যে রয়েছে, সরকারি অস্ত্রায়ন বন্ধ করা, মার্কিন সীমান্ত রক্ষা করা, অপরাধী সংগঠন ধ্বংস করা এবং আমেরিকানদের বিচার বিভাগের ওপর আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধার করা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো