১৮ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
২২ নভেম্বর ২০২৪ ০০:৩৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৩:৪৯
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে আন্দোলনের আহ্বায়ক-সদস্য সচিবসহ যে চারজনের নাম ঘোষণা করা হয়েছিল, তারা পদাধিকারবলে এই কমিটিতে থাকবেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাহী কমিটি প্রকাশ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির যে ১৮ জনের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন— মো. মাহিন সরকার, রশিদুল ইসলাম রিফাত, নুসরাত তাবাসসুম, লুৎফর রহমান, আহনাফ সাঈদ খান, তারেকুল ইসলাম (তারেক রেজা), তারিকুল ইসলাম, মো. মেহেরাব হোসেন সিফাত, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ রাকিব, সিনথিয়া জাহিন আয়েশা, আসাদ বিন রনি, নাইম আবেদীন, মাহমুদা সুলতানা রিমি, ইব্রাহিম নিরব, রাসেল আহমেদ, রফিকুল ইসলাম আইনি ও মুঈনুল ইসলাম।
এর আগে হাসনাত আবদুল্লাহকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্যসচিব, আবদুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র ঘোষণা করা হয়েছিল।
কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হলো। পদাধিকারবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সদস্যসচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র এ কমিটির সদস্য থাকবেন।
সারাবাংলা/এআইএন/টিআর