Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক ৩ সিইসির কাছে বিতর্কিত নির্বাচনের কারণ জানবে সংস্কার কমিশন

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ২৩:২৮ | আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৩:৪৯

নির্বাচন কমিশন ভবন। সারাবাংলা ফাইল ছবি

ঢাকা: দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) ডেকে বিতর্কিত নির্বাচন করার কারণ জানতে চাইবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। একইসঙ্গে নির্বাচনি অপরাধের বিষয় যেন তাদের জন্য প্রযোজ্য হয়, সেই সুপারিশ করার কথাও ভাবছে কমিশন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে এমন পরিকল্পনার কথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সাবেক তিন কমিশন নিয়ে আমরা আলোচনা করেছি, আবার পর্যালোচনা করছি। নির্বাচনি অপরাধগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। আর এটা যাতে ভবিষ্যতে না হয়, সেটা নিয়েও আমরা পর্যালোচনা করেছি। গত তিন নির্বাচনে কী অনিয়ম হয়েছে, তারা কেন সুষ্ঠু নির্বাচন করতে পারেননি, সেই অনুসন্ধানী প্রতিবেদন যেন গণমাধ্যমও করে। আমরাও তথ্য সংগ্রহের চেষ্টা করছি। গত তিন নির্বাচন পর্যালোচনা করে ওই শিক্ষা নিয়ে আমরা প্রস্তাব করব।’

সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মোর্তোজা বলেন, ‘আগামী নির্বাচন যদি ভালো করতে চাই এবং যদি পূর্বের অভিজ্ঞতা নিতে চাই, তাহলে পূর্বের তিন কমিশনকে সুনির্দিষ্টভাবে প্রধানদের সঙ্গে বসে প্রকৃত তথ্যটা জানা দরকার।’

তিনি আরও বলেন, ‘যেসব গণমাধ্যমের সম্পাদকরা বলেছিলেন যে, নির্বাচন ভালো হয়েছিল, তাদের ডেকে জিজ্ঞেস করুন কেন তারা এমনটা বলেছেন। আগে যারা দুর্বল নির্বাচন বা ভোটারবিহীন নির্বাচন, রাতের ভোটের নির্বাচনকে জাস্টিফাই করেছিলেন, তাদের কাছ থেকে এগুলো জানা দরকার।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৪ সালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিএনপি ও সমমনা দলগুলো ওই নির্বাচনে অংশ নেয়নি।

এর পর ২০১৮ সালে সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘রাতের ভোট’ হয়েছে বলে অভিযোগ রয়েছে। ওই নির্বাচনে বিএনপি অংশ নিলেও আসন পেয়েছিল পাঁচটি, জোটের হিসেবে পেয়েছিল সাতটি।

এছাড়াও সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনে ২০২৪ সালের নির্বাচনে বিএনপিসহ সমমনা দলগুলো ভোটে অংশ নেয়নি। এ নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে অধিক ভোট পড়ার হার দেখানোর অভিযোগ ওঠে।

সারাবাংলা/জিএস/পিটিএম

অনিয়ম কমিশন কারণ টপ নিউজ নির্বাচন সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর