Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবু সাঈদ-মুগ্ধদের নিয়ে ফুটবল ফিরছে বাংলাদেশে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৯:৫৩

জুলাই আন্দোলনের গ্রাফিতি কিংস অ্যারেনায়

রংপুরে পুলিশের গুলির সামনে বুক পেতে দেয়া আবু সাঈদ। ঢাকার রাস্তায় টিয়ার শেলের ধোঁয়ায় চোখ মেলা দায়; তবুও হাতের মিনারেল ওয়াটারের কেইস নিয়ে ‘পানি লাগবে কারো পানি?’, বলা মীর মুগ্ধ। রিকশার পা-দানিতে ঝুলতে থাকা গুলিবিদ্ধ নাফিজ; তাদের মতো অসংখা মানুষের আত্মত্যাগ, আপামর জনতার আন্দোলনের ফল নতুন এক বাংলাদেশ। বাংলাদেশ ২.০।

জুলাই-আগস্ট শহিদদের স্মৃতি-মাহাত্ম্যকে ধারণ করে, গণ আন্দোলনের স্পিরিটকে সামনে রেখে কাল শুরু হচ্ছে বাংলাদেশের নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল। বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ ২০২৪-২৫। গত মৌসুমের ট্রেবল জয়ী বসুন্ধরা কিংস আর ফেডারেশন কাপের রানার্স আপ মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

বিজ্ঞাপন

২০২৩-২৪ মৌসুমের সেরা দুই দলকে নিয়ে নতুন বাংলাদেশে শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম, তাও নতুন এক টুর্নামেন্টে। আগামীকাল শুক্রবার বিকাল ৫টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে ম্যাচটি। 

চ্যালেঞ্জ কাপকে সামনে রেখে নতুন সাজে সেজেছে কিংস অ্যারেনা। জুলাই-আগস্টের আন্দোলনের সব মুহূর্তের গ্রাফিতিতে ছেয়ে গেছে গ্যালারির দেয়াল। মাঠের উত্তর আর পূর্ব দিকের গ্যালারিতে আবু সাঈদ, মুগ্ধ, নাফিজরাও ফিরে এসেছেন গ্রাফিতিতে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সাক্ষী হয়ে। এসেছে দেয়ালে আঁকা ৩৬শে জুলাই, বিদ্রোহ কিংবা মুষ্টিবদ্ধ হাতের খন্ড খন্ড চিত্রও। মাঠের ফুটবলের সাথে এই গ্রাফিতিগুলোও কথা বলবে, মনে করিয়ে দেবে জুলাই আন্দোলনের শহিদদের আত্ম্যাগকে। 

বাংলাদেশের ফুটবল মৌসুমের নয়া সংযোজন চ্যালেঞ্জ এই কাপ। শুরুতে কোনো কিংবদন্তি ফুটবলারের নামেই চালু করার পরিকল্পনা ছিল বাফুফের। কিন্তু জুলাই-আগস্টে শহীদদের স্মৃতিতে এর নামকরণ করা হয়েছে বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ। 

বিজ্ঞাপন

এই টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আরো একটা মহৎ উদ্দেশ্যে নিয়ে। চ্যাম্পিয়ন-রানার্স আপ নির্বিশেষে প্রাইজমানির পুরোটাই যাবে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে। দুই দলের সাথে আলোচনা ও তাদের সম্মতি সাপেক্ষেই এই সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার টুর্নামেন্ট আয়োজক কমিটি। 

সব মিলিয়ে একটা নতুন বাংলাদেশ, একটা নতুন টুর্নামেন্ট, স্মৃতিতে জুলাই শহিদরা। বাংলাদেশের ঘরোয়া ফুটবল পা রাখছে অন্য এক সময়ে। যে সময়ের আয়নায়, প্রতিচ্ছবিতে থাকবেন আবু সাঈদ, মীর মুগ্ধ-সহ আরো অনেক শহিদরা।

সারাবাংলা/জেটি

চ্যালেঞ্জ কাপ ছাত্র আন্দোলন বসুন্ধরা কিংস বাফুফে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর