Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় কৃষক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৮:৪৪ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৮:৪৮

বগুড়ার শেরপুরে বীজ আলু না পেয়ে কৃষক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ। ছবি: সারবাংলা।

বগুড়া: বগুড়ার শেরপুরে দ্বিগুণ দাম দিয়েও বীজ আলুর না পেয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে করেছেন কৃষকেরা। ন্যায্যমূল্যে প্রান্তিক কৃষকদের কাছে সরাসরি বীজ আলু বিক্রির দাবিতে বিক্ষোভ করে তারা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়।
এ সময় বীজ সিন্ডিকেটে জড়িত একটি কম্পানির পরিবেশকদের (ডিলার) আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কৃষকরা।

বিজ্ঞাপন

কৃষকদের সড়ক অবরোধে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ গিয়ে কৃষকদের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

কৃষকরা জানিয়েছেন বিএডিসি’র ডিলাররা সিন্ডিকেটের মাধ্যমে বীজের দাম দ্বিগুন বাড়িয়ে দিয়েছে। তাদের নিকট গেলে বলছেন বীজ নেই। তারা বিষয়টি কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রশাসনকে জানিয়ে কোন সমাধান না পাওয়া তারা সড়ক অবরোধ করে।

আরও পড়ুন: বীজ আলুর কৃত্রিম সংকট, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার কৃষকদের দাবির বিষয়ে কিছু বলতে অস্বীকার করেন।

সারাবাংলা/এসআর

কৃষক বিক্ষোভ বগুড়া মহাসড়ক অবরোধ শেরপুরে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর