Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ ম্যাচ নিষিদ্ধ বিশ্বকাপজয়ী অধিনায়ক

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৮:২২ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৮:৪১

জাতীয় লিগে দুই ম্যাচ নিষিদ্ধ রংপুর অধিনায়ক আকবর আলী

২০২০ সালের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। নেতৃত্বে ছিলেন আকবর আলী। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে হারিয়ে বাংলাদেশের হয়ে প্রথম কোনো বৈশ্বিক শিরোপা তুলে ধরেন তিনিই। এবার সেই আকবরই চলতি জাতীয় ক্রিকেট লিগে শৃঙ্খলাভঙ্গের দায়ে নিষিদ্ধ হয়েছেন দুই ম্যাচের জন্য। 

বরিশাল বিভাগের বিপক্ষে রংপুর বিভাগের জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে ফিল্ডিংয়ের সময় আম্পায়ারের সাথে আগ্রাসী আচরণ করেন আকবর। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুর অধিনায়ক আউট হওয়ার পর হতাশায় ব্যাট দিয়ে চেয়ারেও আঘাত করেন। যা আইসিসির আচরণবিধির লেভেল-২ অফেন্সের লঙ্ঘন। মূলত ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী কাজকেই এই আইনের আওতায় ধরা হয়। 

বিজ্ঞাপন

ম্যাচটিতে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন মাহফুজুর রহমান ও সোহরাব হোসেন। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন আখতার আহমেদ। ম্যাচ রিপোর্টে এ তথ্য উল্লেখ করেন তারা। লেভেল-২ ভঙ্গ করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আকবর।

সাবেক ক্রিকেটার ও জাতীয় লিগের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ম্যাচ চলাকালীন আকবরের আগ্রাসী আচরণ ও ব্যাট দিয়ে চেয়ারে আঘাত করার কারণে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 

জাতীয় লিগের বাকি আছে আর দুই রাউন্ডের ম্যাচ। ২৩ নভেম্বর শুরু হচ্ছে ষষ্ঠ রাউন্ডের খেলা। দুই ম্যাচ নিষিদ্ধ হওয়াতে রংপুরের হয়ে জাতীয় লিগে আর খেলতে পারছেন না আকবর। বরিশালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে ২১ রান ও বোলিংয়ে নেন দুই উইকেট। চলতি জাতীয় লিগে তিন ম্যাচে পাঁচ ইনিংস ব্যাট করে আকবর তুলেছেন ১৫২ রান। ফিফটি আছে একটি এই ডানহাতি ব্যাটারের। 

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

আকবর আলী জাতীয় ক্রিকেট লিগ এনসিএল রংপুর বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর