Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলপথ মন্ত্রণালয়ে ৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৪ ১৮:০২ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৯:৫৬

ফাইল ছবি: বাংলাদেশ রেলওয়ে

ঢাকা: যাত্রী পরিবহনে শৃঙ্খলা ও টিকিট কালোবাজারি রোধে রেলপথ মন্ত্রণালয়ে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা সিনিয়র সহকারী সচিব দিপন দেবনাথ, রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আব্দুল কাইয়ুম খান, নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিজ কাশপিয়া তাসরিন, ঘাটাইল উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস এবং সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আশরাফ আলীকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য রেলওয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সারাবাংলা/জেআর/এমপি

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেলপথ মন্ত্রণালয়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর