দায়িত্ব নিলেন আইজিপি ও ডিএমপি কমিশনার
২১ নভেম্বর ২০২৪ ১৪:১৩ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৭:৫৮
ঢাকা: বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম দায়িত্বভার গ্রহণ করেছেন। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ সাজ্জাত আলীও দায়িত্বভার বুঝে নিয়েছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের শীর্ষ এই দুই কর্মকর্তা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেন।
পুলিশ সদর দফতর সূত্র জানিয়েছে, বাহারুল আলম বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দফতরে উপস্থিত হন। এ সময় বিদায়ী আইজিপি ময়নুল হোসেন আইজিপির দফতরে তাকে স্বাগত জানান। তার উপস্থিতিতেই নতুন আইজিপি দায়িত্বভার বুঝে নেন।
এদিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী তার কার্যালয়ে গেলে তাকে স্বাগত জানান বিদায়ী ডিএমপি কমিশনার মাইনুল হাসান। তার উপস্থিতিতে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার বুঝে নেন শেখ সাজ্জাত আলী।
এর আগে বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পুলিশের এই দুই কর্মকর্তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন আইজিপি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত ডিআইজি বাহারুল আলমকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
অন্যদিকে ডিএমপি কমিশনার নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, শেখ মো. সাজ্জাত আলীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
নতুন আইজিপি ২০২০ সালে অবসরে গিয়েছিলেন। তাকে অবসর থেকে ফিরিয়ে আইজিপি পদে নিয়োগ দিলো সরকার। অন্যদিকে শেখ সাজ্জাত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারিয়েছিলেন। প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এর মামলার রায় অনুযায়ী তাকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল করে গত রোববার (১৭ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে সদ্যসাবেক আইজিপি ময়নুল হোসেনের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যাস্ত করেছে সরকার। সূত্র জানায়, তাকে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করা হতে পারে। অন্যদিকে সদ্যসাবেক ডিএমপি কমিশনার মাইনুল হাসানকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।
আরও পড়ুন:
ময়নুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, মাইনুলকে পুলিশ সদর দফতরে বদলি
সারাবাংলা/ইউজে/টিআর/এমপি