কাজ শেষে বাসে ফিরছিলেন বাড়ি, পথে ট্রাক কেড়ে নিল ৪ প্রাণ
২১ নভেম্বর ২০২৪ ০২:৩৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৩:৩০
সাভার: ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ইটভর্তি ট্রাকের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টা ৪০ মিনিটের দিকে কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের খাগুরতা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত চার জনই পোশাক কারখানার শ্রমিক। তাদের মধ্যে তিন জন নারী শ্রমিক বলে জানা গেছে।
পুলিশ জানায়, রাতে গ্রাফিক্স টেক্সটাইল কারখানার শ্রমিকরা কাজ শেষে একটি স্টাফ বাসে করে বাড়ি ফিরছিলেন। বাসটি কালামপুর থেকে ছেড়ে রাত ৯টা ৪০ মিনিটের দিকে শাখা সড়কটির খাগুরতা এলাকায় পৌঁছালে একটি ইটভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত হন প্রায় ২০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে চার জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত পরে জানানো হবে।
সারাবাংলা/পিটিএম