জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করতে হবে: আমীর খসরু
২০ নভেম্বর ২০২৪ ১৯:০২ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ২০:২০
কুড়িগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ৩১ দফা সংস্কার বিএনপি’র একার সংস্কার নয়। যুগপথ আন্দোলনে থাকা প্রায় ৫০টি দল এ সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে। যারা এখন সংস্কারের কথা বলছেন আমরা আপনাদেরকে সহায়তা করবো। যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত্য হবে, অতিসত্বর সেই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচনে যেতে হবে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কুড়িগ্রামের উলিপুর উপজেলার শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারগুলোতে আমরা সহায়তা করবো কিন্তু ঐক্যবদ্ধ হবো। আন্দোলন করা বিএনপিসহ ৫০ দল ঐক্যবদ্ধ থাকবো। এখন কী সংস্কার হয়, সেটা আমরা দেখবো।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সেই জাতীয় সরকার ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। এখন সংস্কার কী হবে সেটা দেখবো, সহায়তা করবো, কিন্তু ৩১ দফা জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। সংস্কারের মাধ্যমে শেখ হাসিনার মত আরেকটা দ্বৈত্য যাতে সৃষ্টি না হয় সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা হবে। ক্ষমতার বন্টন হবে, দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না।
তিনি বলেন, শেখ হাসিনা পলায়নের পরবর্তী সময় থেকে এ পর্যন্ত যে আলোচনাগুলো হচ্ছে আমরা সেগুলো নিয়ে কোন বিতর্ক সৃষ্টি করতে চাই না। আন্দোলন নিয়েও কোন বিতর্ক সৃষ্টি করতে চাই না। এ আন্দোলন স্বল্প মেয়াদি আন্দোলন ছিল। এর কৃতিত্ব আমরা বাংলাদেশের সকলকে দিতে চাই। যদি এই আন্দোলনের কৃতিত্ব কেউ হাইজেক করতে চায় তাহলে এই আন্দোনের প্রতি তারা অসম্মান জানাবে।
বিএনপির জনসভায় উপস্থিত ছিলেন- রংপুর বিভগাীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, চেয়ারপারসনের উপদেষ্টা তাসভীর উল ইসলামসহ বিএনপি নেতারা।
সারাবাংলা/এসআর