সিটি কলেজের শিক্ষার্থীদের হামলার শিকার ঢাকা কলেজের ছাত্ররা, আহত ১১
২০ নভেম্বর ২০২৪ ১৭:৫৯ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৯:০৫
ঢাকা: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের বহনকারী বাস থামিয়ে সিটি কলেজের শিক্ষার্থীদের মারধরে ১১ শিক্ষার্থী আহত হয়েছেন।
আহত শিক্ষার্থীরা হলেন, শাহরিয়ার(২১), নূর হোসেন (১৮), তুষার (১৯), সিজন (১৯), তানিম (২১), দেওয়ান নাঈম (২৩), নিরব (২১),আরাফাত (২১)।
বুধবার (২০ নভেম্বর) বেলা আড়াইটায় সায়েন্স ল্যাবরেটরিতে ঘটনাটি ঘটে। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা জানান, ‘আজ ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে দুপুড় আড়াইটার দিকে বাসযোগে সব শিক্ষার্থীরা একে একে বের হয়ে যায়। আমাদের তিনটি বাস সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পৌঁছালে সিটি কলেজের ছাত্ররা সে বাসগুলো থামিয়ে ছাত্রদের মারধর করে।’
তবে কি কারণে তাদের ওপর হামলা করা হয়েছে আহত শিক্ষার্থীরা তা জানাতে পারেননি। তবে এই ঘটনায় আরও অনেক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানান তারা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘এগারো শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাদের ঘটনার বিস্তারিত কিছুই জানা যায়নি।’
সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ