Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করলেন মেসিদের কোচ

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৪ ১৫:৩০ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৫:৩১

মেসি ও মার্টিনো

কোচের দায়িত্ব নেওয়ার পর ক্লাবকে তিনি নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়। লিওনেল মেসিকে সাথে নিয়ে ইন্টার মায়ামি কোচ টাটা মার্টিনো অনেক নতুন রেকর্ডের সাক্ষীও করেছেন ক্লাবকে। তবে নতুন মৌসুমের আগে সবাইকে খানিকটা চমকে দিয়েই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মার্টিনো। এক বার্তায় মায়ামি জানিয়েছে, আগামী মৌসুমে ডাগআউটে আর দেখা যাবে না এই আর্জেন্টাইন কোচকে।

২০২৩ সালে ইন্টার মায়ামির দায়িত্ব নেন মার্টিনো। মেসিকে সাথে নিয়ে মায়ামির ইতিহাসের অনেক ‘প্রথম’ সম্ভব হয়েছে তার হাত ধরেই। এবারও ভালো একটি মৌসুম কাটিয়েছে মায়ামি। শুধু মৌসুমের শেষভাগে এসে প্লে-অফে আটালান্টার কাছে হেরে পরের রাউন্ডে যাওয়া হয়নি মায়ামির।

বিজ্ঞাপন

প্লে-অফ থেকে ছিটকে যাওয়ার কিছুদিনের মাঝেই দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মার্টিনো। মায়ামি কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্লাব ছাড়ছেন মার্টিনো।

মার্টিনোর অধীনে মোট ৬৭ ম্যাচ খেলেছে মায়ামি। এর মাঝে জয় ৩৮টি, হার ১৬ ম্যাচে, ড্র হয়েছে ১৩টি। মার্টিনোর অধীনে মায়ামি জিতেছে লিগ কাপ চ্যাম্পিয়নশিপ ও সাপোর্টার্স শিল্ড। এছাড়াও তার অধীনে মেজর সকার লিগের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্টও অর্জন করেছে মায়ামি।

সারাবাংলা/এফএম

ইন্টার মায়ামি টাটা মার্টিনো লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর