Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে অফিস করেছেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৪ ১১:৫২ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৪:০৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ বুধবার (২০ নভেম্ববর) প্রথম সচিবালয়ে অফিস করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টায় উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দেন তিনি। সেখানে তাকে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

এরপরই সচিবালয়ের ৬ নম্বর ভবনে অবস্থিত উপদেষ্টা পরিষদের সম্মেলন কক্ষে তাদের নিয়মিত বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

এর আগে, অন্তর্বতী সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের বৈঠকের তথ্য দিয়েছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ওই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশের খসড়া আজকের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

জানা গেছে, এটি অনুমোদন হলে, গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলগুলোর বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুপারিশ করতে পারবে বলে সংশোধনীতে প্রস্তাব করা হয়েছে। সুপারিশ অনুযায়ী, গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলগুলোর বিচারের সুপারিশ করতে পারবে। এ প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ আজকের বৈঠকে উপস্থাপন করা হয়।

এদিকে প্রধান উপদেষ্টা সচিবালয়ে অফিস করায় সচিবালয়সহ আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শনার্থী প্রবেশ সম্পুর্ন বন্ধ রাখা হয়েছে। উপদেষ্টা সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অন্য কোনো গাড়ি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গঠনের পর, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হলেও, এই প্রথম সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হলো।

সারাবাংলা/জেআর/ইআ

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সচিবালয়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর