উরুগুয়ের বিপক্ষেও হোঁচট খেল ব্রাজিল
২০ নভেম্বর ২০২৪ ০৮:৪২ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১১:১২
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তাদের। টানা দুই জয়ের পর ভেনিজুয়েলার বিপক্ষে গত ম্যাচে পয়েন্ট হারিয়েছিল ব্রাজিল। ঘরের মাঠে উরুগুয়ের সাথেও জিততে পারল না সেলেসাওরা। গুরুত্বপূর্ণ ম্যাচে ভালভার্দের গোলে পিছিয়ে পড়লেও গারসনের দুর্দান্ত এক গোলে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছেন ভিনিসিয়াস জুনিয়ররা।
অক্টোবরে বাছাইপর্বের টানা দুই ম্যাচের জয়ে ভালোভাবেই ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ধুঁকতে থাকা ব্রাজিল। তবে ৫ দিন আগে ভেনিজুয়েলার বিপক্ষে ফিরে এসেছে সেই বিবর্ণ ব্রাজিল। হতাশা ভুলে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ভালো কিছুর লক্ষ্যেই মাঠে নেমেছি দরিভাল জুনিয়রের দল। ব্রাজিলের সেই আশা পূর্ণ হতে দেয়নি উরুগুয়ে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত ব্রাজিল। ৩ মিনিটের মাঝে গোলের সুযোগ এসেছিল ভিনিসিয়াসের সামনে। কঠিন অ্যাঙ্গেল থেকে নেওয়া শট শেষ পর্যন্ত জাল খুঁজে পায়নি। এরপর থেকেই ছন্নছাড়া ফুটবল খেলে ব্রাজিল। এই সুযোগে বেশ কয়েকবার তাদের রক্ষণভাগে হানা দিয়েছিল উরুগুয়ে। ২১ ও ২৩ মিনিটে উরুগুয়ে দারুণ দুটি সুযোগ হাতছাড়া করেছে। পেলস্ত্রি ও অলিভেরা দুজনেই গোল করতে ব্যর্থ হয়েছেন। ২৮ মিনিটে রাফিনহার শট ঠেকিয়ে দেন উরুগুয়ে কিপার। ১০ মিনিটের মাঝে আরও দুটি সুযোগ এসেছিল রাফিনহার সামনে, এর একটিও কাজে লাগাতে পারেননি তিনি।
বিরতির ঠিক আগে দারুণ এক সুযোগ এসেছিল ব্রাজিলের হেসুসের সামনে। রাফিনহা ক্রসে হেসুসের হেড দারুণভাবে বাঁচিয়ে দেন উরুগুয়ে কিপার। সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ব্রাজিলকে হতাশায় ডুবিয়ে এগিয়ে যায় উরুগুয়ে। বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের চোখ ধাঁধানো এক শটে দলকে এগিয়ে দেন ভালভার্দে। সেই লিড অবশ্য খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি উরুগুয়ে। ৬২ মিনিটেই ম্যাচে সমতায় ফেরে ব্রাজিল। বক্সের মুখে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে বল জালে জড়ান গারসন।
৭৭ মিনিটে এগিয়ে যেতে পারত উরুগুয়ে। রদ্রিগো আগুরির শট ঠেকিয়ে দেন ব্রাজিল কিপার। ৯১ মিনিটে ব্রাজিলকে জয় এনে দেওয়ার সুযোগ মিস করেছেন দানিলো।
শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে শেষ হয় ম্যাচ। এই ড্রয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেল ব্রাজিল। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছে উরুগুয়ে।
সারাবাংলা/এফএম