Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যারাডোনাকে ছুঁয়ে আর্জেন্টিনাকে জয়ের ধারায় ফেরালেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৪ ০৭:৫৯ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১০:৪৪

লাউতারো মার্টিনেজ

প্যারাগুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত হারে চাপে ছিলেন তারা। পেরুর বিপক্ষে ম্যাচটা ছিল সেই চাপ কাটিয়ে স্বস্তিতে ফেরার। দেশের মাটিতে সেই কাজটা সহজেই করল আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনাকে ছোঁয়ার ম্যাচে আর্জেন্টিনাকে জয়ের ধারায় ফেরালেন লাউতারো মার্টিনেজ। মেসির অ্যাসিস্টে লাউতারোর অবিশ্বাস্য এক গোলে পেরুকে ১-০ গোলে হারিয়ে লাতিন অঞ্চলের বাছাইপর্বের শীর্ষস্থান দৃঢ় করল লিওনেল স্কালোনির দল।

বিজ্ঞাপন

আগের ম্যাচে পয়েন্ট হারানো আর্জেন্টিনা ঘুরে দাঁড়ানোর প্রত্যয়েই আজ নিজেদের মাঠে নেমেছিল পেরুর বিপক্ষে। ম্যাচের শুরু থেকেই পেরুকে চাপে রাখেন আর্জেন্টিনা ফরোয়ার্ডরা। প্রথম গোলের সুযোগ এসেছে ২০ মিনিটের মাথায়। মেসির শট লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়া হয়নি তাদের।

২৪ মিনিটে আবারো সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা। এবার আলভারেজের পাসে ম্যাক অ্যালিস্টারের হেড অল্পের জন্য জাল খুঁজে পায়নি। হাফ টাইমের ঠিক আগে মেসির শট ঠেকিয়ে দেন পেরু কিপার। দুই দলের কেউই গোল করতে না পারায় সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙে আর্জেন্টিনা। ৫৫ মিনিটে মেসির পাসে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। এই গোলে জাতীয় দলের হয়ে নিজের ৩২তম গোলের দেখা পেলেন তিনি। এতে লাউতারো ছুঁয়েছেন ডিয়েগো ম্যারাডোনাকে। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৫ম স্থানে উঠে এলেন লাউতারো। এই অ্যাসিস্টে রেকর্ড গড়েছেন মেসিও। জাতীয় দলের হয়ে তার অ্যাসিস্ট দাঁড়াল ৫৮, যা যুক্তরাষ্ট্রে ল্যান্ডন ডনোভানের সাথে যৌথভাবে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ অ্যাসিস্ট।

সমতা ফেরানোর সুযোগ এসেছিল পেরুর সামনেও। ৬৬ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেছেন লাপাদুলা। ৭৫ মিনিটে পেনাও সুযোগ কাজে লাগাতে পারেননি। ৭৭ মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতেন লাউতারো, তার শট বাঁচিয়ে দিয়েছেন কিপার। ৮২ মিনিটে মেসিকেও হতাশ করেন পেরু কিপার।

শেষ পর্যন্ত ১-০ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের শীর্ষেই রইল আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা লাউতারো মার্টিনেজ লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর