ঢামেকের পাশের ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৪ ২১:২৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২১:২৯
১৯ নভেম্বর ২০২৪ ২১:২৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২১:২৯
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশ থেকে আনুমানিক এক দিন বয়সী এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জরুরি বিভাগের পাশের ফুটপাত থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায় জানান, হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশের ফুটপাতে লাল কাপড় মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সারাবাংলা/এসএসআর/এসআর