দিয়াজ হত্যা মামলায় চবি প্রক্টর রিমান্ডে
২১ ডিসেম্বর ২০১৭ ১৪:০৯ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ১৪:২১
চট্টগ্রাম ব্যুরো
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জসীম উদ্দিন পাঁচদিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে জ্যেষ্ঠ হাকিম শিবলু কুমার দে তা মঞ্জুর করেন।
এর আগে গত সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন প্রক্টর আনোয়ার হোসেন। শুনানি শেষে মহানগর হাকিম মুন্সি মো. মশিয়ার রহমান জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৬ সালের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে দিয়াজের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সারাবাংলা/ওটি/আরসি/এটি