Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলে ভর্তি: ৫ দিনে সাড়ে তিন লাখ আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ২০:১২

ঢাকা: সরকারি-বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির জন্য গত ১২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। ১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনে আবেদন পড়েছে ৩ লাখ ৬১ হাজার ৪১৯ জন শিক্ষার্থীর। শিক্ষার্থীরা ৫ লাখ ৮৩ হাজার ৫৪৯টি স্কুলে ভর্তির জন্য পছন্দ দিয়েছে। সবচেয়ে বেশি আবেদন পড়েছে সরকারি স্কুলগুলোতে।

সোমবার (১৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ভর্তির জন্য যেসকল শিক্ষার্থী আবেদন করেছেন তার মধ্যে সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৬৬২টি আসনের বিপরীতে রোববার সন্ধ্যা পর্যন্ত আবেদন করেছে ৩ লাখ ৫৪ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী।

বেসরকারি স্কুলে ১ লাখ ৬ হাজার ৬৩২ জন শিক্ষার্থী আবেদন করেছে। তারা ২ লাখ ২৩৭টি স্কুল চয়েজ (পছন্দ) দিয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

মাউশি সূত্র জানায়, এ বছর সারাদেশের ৪ হাজার ৯৪৫টি বেসরকারি স্কুলে মোট ভর্তিযোগ্য আসন ১০ লাখ ৭ হাজার ৬৭১টি। সেই হিসেবে তুলনামূলক আবেদনের হার কম। আবেদন প্রক্রিয়া শেষে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বাছাই ও ভর্তি করা হবে।

এ বছর ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটক সিম ব্যবহার করে ফি পরিশোধ করতে হয়। ডিজিটাল লটারির পর আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

সারাবাংলা/জেআর/এসআর

মাউশি স্কুলে ভর্তি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর