Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির কাছে যে কারণে ক্ষমা চাইলেন প্যারাগুয়ে ফুটবলার

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৪ ১৪:২৩

লিওনেল মেসি

প্যারাগুয়ের বিপক্ষে অনেকটা অবিশ্বাস্যভাবেই হেরে গেছেন তারা। ২-১ গোলের সেই হারের ম্যাচে প্যারাগুয়ের মাঠে লিওনেল মেসিদের শুনতে হয়েছে নানা দুয়োও। এমনই এক ঘটনায় মেসির কাছে ক্ষমা চেয়েছেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেত।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের মাঠে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এর আগে নিজের উপর হওয়া কঠিন ট্যাকেল ও ম্যাচের নানা সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ মেসি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন ডারোনকোর সাথে বেশ কিছুক্ষণ তর্ক করেছেন। এই সময় তাকে ভীতু বলেও আখ্যায়িত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে মাঠে নামার পর মেসিকে বেশ কয়েকবার দুয়ো দিয়েছেন প্যারাগুয়ের সমর্থকরা। এসবের মাঝে কর্নার নিতে গিয়েছিলেন মেসি। ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে বোতল ছুঁড়ে মারেন কয়েকজন দর্শক। সেটা মেসির গায়ে না লাগলেও এ নিয়ে ক্ষুব্ধ ছিল আর্জেন্টিনা শিবির। শেষ পর্যন্ত সেই ম্যাচে ২-১ ব্যবধানে হেরেই গেছে আর্জেন্টিনা। ৮ বছর পর প্যারাগুয়ের কাছে হারলেন তারা।

মেসির দিকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা চিঠিতে ক্ষমা চেয়েছেন আলদেরেত, ‘প্রিয় মেসি। আমি আমার দল ও দেশের পক্ষ থেকে সেদিনের ঘটনার জন্য ক্ষমা চাইছি। বোতল ছুঁড়ে মারাটা খুবই দুঃখজনক ঘটনা ছিল। তুমি প্যারাগুয়েসহ পৃথিবীর লাখো মানুষের আইডল।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো