Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তা ঝুঁকি নেই, নানা আয়োজনে পালিত হবে বিজয় দিবস

স্পেশাল করসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৪ ১৩:২৩ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৫:৩৩

আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সারাবাংলা

ঢাকা: বরাবরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে বিজয় দিবস। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দিবসটি ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই। বিজয় দিবসে কোনো ভেদাভেদ নেই, দিবসটি সকলে পালন করবে।

সোমবার (১৮ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভা শেষে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজয় দিবস ঘিরে কোনো ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। দিবসটি উদযাপনে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের আইনশৃঙ্খলা এখন স্বাভাবিক।

তিনি বলেন, ‘বিজয় দিবসকে কেন্দ্র করে জাতীয় পতাকার রঙের ভিন্নতা দেখা যায়। এবার আমরা বলে দিয়েছি সকল পতাকা যেন একই রঙের হয় এবং সরকারের নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে যেন পতাকা উড়ানো হয়।’

চট্টগ্রামে পাকিস্তানী জাহাজ ভিড়েছে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মঙ্গলবার (১৯ নভেম্বর) তিনি চট্টগ্রাম বন্দর ভ্রমণ করবেন। তারপর এ বিষয়ে কথা বলবেন।’

সারাবাংলা/জেআর/এইচআই

বিজয় দিবস লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর