Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপদেষ্টা নিয়োগ না দিলে উত্তরাঞ্চল বিচ্ছিন্নের হুঁশিয়ারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ২২:০৬ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১০:৩৪

‍উত্তরাঞ্চলে উপদেষ্টার দাবিতে ছাত্র-জনতার সংবাদ সম্মেলন

রংপুর: উত্তরাঞ্চল (রংপুর-রাজশাহী) থেকে আগামী তিন দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা নিয়োগ না হলে ঢাকা থেকে উত্তরাঞ্চল বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে রংপুরের ছাত্র-জনতা।

রোববার (১৭ নভেম্বর) রাত ৯টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের রংপুর জেলা সমন্বয়ক ইয়াসীর আরাফাত জানান, সরকার পতনের পর ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ শপথ নিলেও উত্তরাঞ্চল থেকে কোনো উপদেষ্টা নিয়োগ হয়নি। পরবর্তী সময়ে আরও কয়েক দফায় উপদেষ্টা নিয়োগ হলেও রংপুরসহ উত্তরবঙ্গের কেউ স্থান পাননি। এ নিয়ে উত্তরের ছাত্র-জনতার মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গত ১১, ১২ ও ১৩ নভেম্বর রংপুর অঞ্চলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, মানববন্ধন এবং মহাসড়ক অবরোধসহ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। সম্প্রতি রংপুরে দুইজন উপদেষ্টা আসলে তারা এই বিষয়ে কোনো আলোচনা হয়নি যা উত্তরবঙ্গের মানুষের মধ্যে আরও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ না হলে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং ঢাকা-রংপুর মহাসড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বড়ধরনের অবরোধ কর্মসূচি পালন করা হবে।

উপদেষ্টা নিয়োগের দাবির কারণ হিসেবে বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে রংপুর অঞ্চল উন্নয়ন বঞ্চিত, তাই অবকাঠামোগত উন্নয়নের জন্য এই অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ জরুরি। রংপুর অঞ্চলের কৃষকদের উন্নয়ন এবং খাদ্য উৎপাদনে অবদান থাকা সত্ত্বেও তাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। কৃষি উন্নয়ন, তিস্তা পরিকল্পনা, ক্ষমতার বিকেন্দ্রীকরণসহ রংপুরের সার্বিক উন্নয়নে উপদেষ্টা নিয়োগ অপরিহার্য।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

উত্তরাঞ্চল টপ নিউজ বিচ্ছিন্ন হুশিয়ারি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর