Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৪ ২০:০৮ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ২২:০৭

অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও শেখ হাসিনা। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জুলাই-আগস্ট গণআন্দোলনে সংঘটিত গণহত্যায় জড়িত প্রত্যেকের বিচার করার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে ওই অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনাকেও ভারতের কাছে সরকার ফেরত চাইবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৭ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারে ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে তিনি এ ভাষণ দেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হয়।

বিজ্ঞাপন

ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র-শ্রমিক-জনতার শহিদি মৃত্যু হয়। প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহিদের তথ্য যোগ হচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন।

আরও পড়ুন- ‘নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আর থামবে না’

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় গণহত্যার বিচারের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি, তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব।’

জুলাই-আগস্টের গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতে আশ্রয় নেন তিনি। এখন পর্যন্ত পাওয়া তথ্য বলছে, তিনি ভারতেই অবস্থান করছেন।

আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন এলাকায় শেখ হাসিনাকে আসামি করে দুই শতাধিক হত্যা মামলা হয়েছে। আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা বাদী হয়ে এসব হত্যা মামলা করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও গণহত্যায় অভিযুক্তদের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দেশে বিচারের মুখোমুখি করার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সরকারের উপদেষ্টারাও বিভিন্ন সময় বলছেন, তাকে ‘যথাসময়ে’ ভারতের কাছে ফেরত চাওয়া হবে। এবার প্রধান উপদেষ্টাও জাতির উদ্দেশে ভাষণে বললেন, ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে।

আরও পড়ুন-

সারাবাংলা/টিআর/জিএস/পিটিএম

টপ নিউজ ড. মুহাম্মদ ইউনূস ফেরত ভারত শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর